[english_date] | [bangla_day]

তিনদিনের সফরে চট্টগ্রাম আসছেন পুলিশ প্রধান

চিটাগাং মেইল: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বেনজীর আহমেদ চট্টগ্রাম আসছেন। ৮ এপ্রিল পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম চট্টগ্রাম সফর।

তিনি বুধবার (১১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম এসে পৌঁছবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিমানযোগে চট্টগ্রাম পৌঁছানোর পর সড়কপথে বান্দরবনের উদ্দেশ্যে রওয়ানা দিবেন পুলিশ প্রধান। সেখানে পুলিশের অফিসার্স মেস উদ্বোধনের পর রাত্রী যাপনের কথা রয়েছে পুলিশ প্রধানের।

১২ অক্টোবর সকালে র‌্যাবে-৭ এর আয়োজনে বাঁশখালিতে ৪০ জলদস্যূ আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সড়কপথে চট্টগ্রাম নগরীতে পৌছানোর পর জেলা পুলিশের কনেস্টেবল থেকে শুরু করে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন বেনজির আহমেদ। এছাড়া সিএমপির একটি নতুন ফাঁড়িসহ অস্ত্রাগার উদ্বোধনের কথা রয়েছে পুলিশ প্রধানের।

১৩ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়