বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইমামুল্লার গ্রামের জশনে জুলুসে ঈদে-এ মিলাদুন্নবী আগামী কাল শুক্রবার ৬ই নভেম্বর ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে ও ইমামুল্লার চর গ্রাম উন্নয়ন কমিটি ব্যবস্থাপনায় সমগ্র সৃষ্টি জগতের প্রাণ প্রিয় নবী(সা.) এর এই ধরণীতে শুভাগমন উপলক্ষ্যে এক বিশাল ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল ০৬ শে নভেম্বর রোজ শুক্রবার অত্র এলাকার ইমামুল্লার চর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান থাকবেন বিশিষ্ট আলেমেদ্বীন,সুন্নীয়তের বলিষ্ট কন্ঠস্বর,হযরতহাজ্ব মুফতি সৈয়দ মোহাম্মদ মোকারম বারী (মাঃজিঃআঃ), প্রধান বক্তা বিশিষ্ট আলেমেদ্বীন সুন্নীয়তের বলিষ্ট কন্ঠস্বর হয়রতুল আল্লামা আলহাজ্ব ড.সৈয়দ মুহাম্মদ হাসান আল আযাহারী,বিশেষ বক্তা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক মারুফ, সভাপতিত্বে করিবেন ইমামুল্লার চর শাহী জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ শাহ আলম।
এতে প্রথম পর্বে অভিষেক অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোঃ ইয়াছিন চৌধুরী উপ-পরিচালক (অডিট) চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়,প্রধান উপদেষ্টা ইমামুল্লার চর গ্রাম উন্নয়ন কমিটি, প্রধান অতিথি জনাব আলহাজ্ব বেলাল হোসেন চেয়ারম্যান ৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী মহাসচিব বাংলাদেশে যাত্রী কল্যান সমিতি, বিশেষ অতিথি জনাব মোঃ জহিরুল আলম বিশিষ্ট সমাজসেবক, সভাপতি করিবেন জনাব সৈয়দ মোঃ মোখতার উদ্দিন বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজসেবক ও সভাপতি ইমামুল্লার চর গ্রাম উন্নয়ন কমিটি।