আলীকদম প্রতিনিধি: আলীকদম উপজেলা বাজারের প্রাণকেন্দ্রে বাংলাদেশ কৃষি ব্যাংক এর সামনে তৈরী করা বনফুলের এ শাখার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপির সহধর্মীনি মিসেস মেহ্লাপ্রু।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আলীকদম বাজার প্রধান সড়ক বাংলাদেশ কৃষি ব্যাংক এর পাশে বনফুলের শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বনফুলের শাখা উদ্বোধনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, ফাতেমা পারুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বিএসসি সহ জেলা, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, জোন জেসিও মোঃ ইকরাম ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আলীকদম বনফুল শাখার প্রোঃ মি. অংশেথোয়াই মার্মা জানান, ” বিশুদ্ধ খাবারের বিশ্বস্থ প্রতিষ্ঠান” শ্লোগানকে সামনে রেখে বনফুল এর আলীকদম শাখা এ উপজেলার জনগণকে সেবা দিয়ে যেতে বদ্ধপরিকর। এ শাখা উদ্বোধনের ফলে আলীকদম উপজেলার সার্বিক উন্নতি-অগ্রগতি ও সুনাম আরো একদাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
বনফুল শাখা উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রীর সহধর্মীনি উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা ও অনাথালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।