[english_date] | [bangla_day]

বঙ্গবন্ধুর আদর্শে সরকার শ্রমজীবীদের কল্যাণে কাজ করছে: শ্রম ও কর্মসংস্থান সচিব

চিটাগাং মেইল : বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে বর্তমান সরকার নিরলস কাজ করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম।

সোমবার ২ নভেম্বর নাসিরাবাদের আরআরআই কেন্দ্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে অসচ্ছল শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষা সহায়তার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানে ১০ জনকে ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শিল্প সম্পর্ক শিক্ষায়তনের (আইআরআই) চট্টগ্রামের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফর চট্টগ্রামের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত ও বিভাগীয় শ্রম দফতর চট্টগ্রামের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে জানানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের শিক্ষা সহায়তা অনুদান দেওয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়