[english_date] | [bangla_day]

নবী অবমাননার প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ!

আনোয়ারা প্রতিনিধিঃ ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এবং তার অনুসারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা শাখার এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সোমবার(২ নভেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলার কালাবিবি দীঘির মোর এলাকা থেকে শুরু করে হাজার হাজার মানুষের একসাথে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ মিছিলটি উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ওয়ান মাবিয়া শপিংমলের সামনে সমবেত হয়।
পরে তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি কাজী আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ কাশেমীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলা শাখার উপদেষ্টা নুরুল হক,তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ এজাজ,দৌলতপুর আশরাফুল উলুম মাদ্রাসার মুতামিম মৌলানা হাফেজ মাহাবুব, তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তৈয়ব,তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ বিভিন্ন আলেম-ওলেমাবৃন্দ।

এই সময় বক্তরা ফ্রান্সের পন্য বর্জন ও সরকার কর্তৃক ফ্রান্স সরকারের বিরুদ্ধে রাষ্ট্রিয়ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়