[english_date] | [bangla_day]

রাউজানে বঙ্গবন্ধু জাতীয় দিবস ২০২০ উৎযাপন।

রাউজান প্রতিনিধিঃ  “মুজিব বর্ষের আহ্বান – যুব কর্মসংস্থান” স্লোগানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন এর উদ্দ্যেগে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও রাউজান পৌরসভা’র প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ, ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত আলোচনা সভায় টেলি কনফারেন্সে যোগ দেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর সফলতা কামনা করে এবং যুবকদের উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠন ও সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন এবং যুবসমাজকে বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়