রাউজান প্রতিনিধিঃ “মুজিব বর্ষের আহ্বান – যুব কর্মসংস্থান” স্লোগানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন এর উদ্দ্যেগে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও রাউজান পৌরসভা’র প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ, ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত আলোচনা সভায় টেলি কনফারেন্সে যোগ দেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর সফলতা কামনা করে এবং যুবকদের উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠন ও সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন এবং যুবসমাজকে বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।