মাননীয় প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, পটিয়া একটি বহুমাত্রিক সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য বহন করে যাচ্ছে। পটিয়ার চক্রশানা বৌদ্ধ ইতিহাসের একটি অংশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান এর সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার বাংলাদেশ পৃথিবীতে উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি’র রোলমডেল হিসেবে পরিচিত লাভ করেছে। এ বন্ধন হারিয়ে গেলে বাংলাদেশের অস্তিতও হারিয়ে যাবে, তা আমাদের ধরে রাখতে হবে। পটিয়া এমপি সামশুল হক চৌধুরী পটিয়াকে উন্নয়নে অনেক সমৃদ্ধ করেছে, যা বাংলাদেশের অন্য কোন উপজেলায় হয়নি। অহিংসা পরিহার করে সাম্য মৈত্রী দিয়ে বাংলাদেশকে ভালবাসতে হবে। তিনি গত শুক্রবার সকালে পটিয়া সদরস্থ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাকপুরা তপোবান সর্বজনীন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো। উদ্বোধক ছিলেন সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশান এর মহাসচিব ভিক্ষু সুনন্দপ্রিয়। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধূরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমূল করিম চৌধুরী শারুন।
পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো ও অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আইয়ুব বাবুল, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, ঢাবির প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া, ড. সূবর্ণ বড়ুয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. জগন্নাথ বড়ুয়া, চবি’র প্রক্টর অরূপ বড়ুয়া, চারু উত্তম বড়ুয়া, যুবনেতা রাহুল বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া,পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রজ্ঞাজ্যেতি বড়ুয়া লিটন, কাউন্সিলর গোফরান রানা, ইঞ্জিনিয়র রূপক কুমার সেন, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, ভিক্ষু সুনন্দপ্রিয়, ভদন্ত সোমানন্দ মহাথেরো, ভদন্ত প্রজ্ঞাসার মহাথেরো, ভদন্ত বৌধিমিত্র মহাথেরোসহ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ, পৌর আ’লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদ, মাহবুবুল আলম, সনজিব কুমার দাশ , স্থানী রাজনৈতিকবৃন্দ ও সমাজ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সংবর্ধিত অতিথি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে সম্মাননা স্বারক, উত্তরীয়, উপহার সামগ্রী ও ক্রেস্ট প্রদান করা হয়। বুদ্ধপুজা, শীলগ্রহণ, সংঘদান ও বুদ্ধকীর্তন প্রভৃতি অনুষ্ঠিত হয়।