ওষখাইন দরবার শরীফের (কানু শাহ) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত –
মুহাম্মদ রুশনী মোবারক -ঐতিহ্যবাহি ওষখাইন আলী নগর দরবার শরীফের (কানু শাহ) উদ্দ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্টিত হয়। উক্ত ঈদে মিলাদুন্নবী (সাঃ) ছদারত করেন পীরে ত্বরিকত হয়রত মৌলানা মুহাম্মদ একরামুল হক (মাঃ জিঃ আঃ),
পীরে ত্বরিকত হয়রত মৌলানা এনামুল হক শাহ্ (মাঃজিঃআঃ)
পীরে ত্বরিকত আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন (মাঃজিঃআঃ )।
উক্ত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন – শাহজাদা মৌলানা মুহাম্মদ ফখরুদ্দিন রায়ী,
শাহজাদা এরশাদুল্লাহ রজায়ী,
শাহজাদা শাহরিয়ার কামাল সাদিব। এতে আরো সম্মানিত অনেক ওলামাগণ, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিশেষে দেশ ও জাতির শান্তি,কল্যান কামনা করে মোনাজাত করা হয়।