রাউজানে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ।
আজ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের মহা নবমীতে রাউজান পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও আগামী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ। পূজামণ্ডপ পরিদর্শনে তিনি নগদ অর্থ ও বিভিন্ন মন্দিরে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ ভাবে পুজা শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। এইসময় উপস্থিত ছিলেন রাউজান পুজা উৎযাপন কমিটির সভাপতি ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রিয়তোষ চৌধুরী,পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সুমন দে, রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি,কাউন্সিলর এডভোকেট সমীর কান্তি, রাউজান পৌরসভা আওয়ামিলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, শোয়েব খান, তসলিম উদ্দীন, মুসা আলম খান,মাসএদ করিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর হক রোকন, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগ নেতা মনির উদ্দিন তালুকদার, তানভীর চৌধুরী সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।