[english_date] | [bangla_day]

আনোয়ারায় কম্পটিউটর আইটির মিটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত

আনোয়ারায় কম্পটিউটর আইটির মিটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত

“নবীণরা সবে, তুলবো গড়ে , স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ” স্লোগান নিয়ে “কম্পটিউটর আইটি” কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণরত শিক্ষার্থীদের নিয়ে “মিটআপ প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কম্পটিউটর আইটির নিজ কার্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কম্পটিউটর আইটির প্রাক্তন শিক্ষার্থী রিজওয়ানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কম্পটিউটর আইটি ও নবীণ আইটি’র প্রতিষ্ঠাতা পরিচালক কে.এম ফোরকান, নবীণ আইটি’র ডিরেক্টর মোহাম্মদ লোকমান হাকিম, নবীন আইটি-র বিজনেস ডেভেলাপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদুল ইসলাম, মালঘর মাদ্রাসা-র সহকারী শিক্ষক বশিরুজ্জামানসহ
নবীণ আইটির বর্তমান ও পুরাতন ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পুরাতন শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতা প্রকাশ করেন।

এইসময় বক্তরা শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যত ও তার জন্য নিজেদের প্রস্তুত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং কম্পটিউটর আইটি-র সাফল্য কামনা করেন।

পরে কম্পটিউটর আইটির নবনিযুক্ত এডমিন এক্সিকিউটিভ খুরশিদ মহল মুক্তা -কে বরণ করে নেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ এবং শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়