[english_date] | [bangla_day]

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, রাউজানে যুবক গ্রেফতার

চিটাগাং মেইল: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় রাউজানে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় বুধবার (২০ অক্টোবর) উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।এর আগে মঙ্গলবার রাতে কদলপুর ৮ নম্বর ওয়ার্ডের মোশাররফ আলী বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশের হাতে গ্রেফতার যুবকের নাম জামিল হোসেন (২১)। তিনি স্থানীয় আব্দুল কুদ্দুসের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ওই যুবক কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন।

‘মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ’

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়