বোয়ালখালীতে আমুচিয়া উপ-নির্বাচনে মোসলেম জয়ী!
বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯ নং আমুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য পদের উপ- নির্বাচনে মোসলেম উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভুমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান ও থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
সন্ধ্যায় গণনা শেষে প্রাপ্ত ফলাফলে মোসলেম উদ্দিন চৌধুরী ফুটবল প্রতীকে ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন রমজু তালা প্রতীকে ৪১৫ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী।
তিনি বলেন, আমুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আবুল হাশেম বাদশা মৃত্যুবরণ করায় তাঁর শূন্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে ১৬৫৬ জন ভোটার রয়েছেন। জানা গেছে এ উপ-নির্বাচনে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার নেন মনোনয়নপত্র দাখিলকারী গোলাম মোস্তফা। অপর প্রার্থী গিয়াস উদ্দিন টিউবওয়েল প্রতীকে নির্বাচনী মাঠে থাকলেও তিনি প্রাপ্ত ফলাফলে ১ ভোট পেয়েছেন।