চিটাগাং মেইল: গত ১৬ অক্টোবর এিতরঙতে কালার কাস্ট বেস্ট মডেল কমপিটিশন-২০২০ সিজন টু এর গ্রুমিং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। দুইটি ক্লাস নিলেন দুই জন গ্রুমার।
র্যাম্প কোরিওগ্রাফি ক্লাস নিলেন ফ্যাশন কোরিওগ্রাফার স্টাইলিস্ট গ্রুমিং ইন্সট্রাক্টর কৃষান ভুঁইয়া এবং ফিটনেস ক্লাস নিলেন মিস্টার বাংলাদেশ ২০১৪ ফাস্ট রানারআপ/মিস্টার চিটাগং ২০১৩ এর বিজয়ী এবং অনিক ফিটনেস এর সত্ত্বাধিকারী অনিক মুন্না। আরো ছিলেন মেন ফিজিক ২০১৯ (৪র্থ) ও ফিটনেস মডেল আকিব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরর ইভেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সজীব মির্জা ও ফটোগ্রাফার মাহফুজ কাল্প। পরিচালনায় ছিলেন কালার কাস্ট এর ডিরেক্টর আরফান রহমান আরভীর।
ফটোগ্রাফিতে ছিলেন মোঃ বাবলু । খুব তাড়াতাড়ি ২য় রাউন্ড ও ৩য় রাউন্ড সম্পুর্ণ করে গ্রান্ড ফিনালে সেরা ২০ জন কে নিয়ে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ ভাবে।