[english_date] | [bangla_day]

কুতুবদিয়ায় ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশিং মতবিনিময় সভা

কুতুবদিয়া প্রতিনিধি: ১৭ অক্টোবর শনিবার সারাদেশে একযোগে সকল থানার বিট পর্যায়ে বিট পুলিশিং এর সমন্বয়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত৷ তারই অংশ হিসেবে কুতুবদিয়া থানার আওতাধীন মোট ৬টি বিট পুলিশিং কার্যালয়ে কুতুবদিয়া থানার তত্বাবধানে উল্লেখিত বিষয়ে মত বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন৷

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃথক বিট কার্যালয়ের অনুষ্ঠানে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কুতুবদিয়া থানার সহকারী পরিদর্শক জুয়েল ইসলাম, এস আই রায়হান উদ্দিন, এস আই আবদুল্লাহ ফারুক, এস আই শরীফুল ইসলাম, এস আই ফকরুল ইসলাম, এস আই শশফিউল, স্থানীয় মসজিদের ঈমাম, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ৷

প্রধান অতিথির বক্তব্যে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন বলেন নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বর্তমান সময়ের একটা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে, ধর্ষণ প্রতিরোধে সমাজের প্রত্যেক টা স্থরের মানুষের ভূমিকা রয়েছে, কম বয়সি সন্তানদের হাতে এনরয়েড ফোন দেওয়া যাবে না হয়ত তারা সেটার অপব্যবহার করতে পারে৷ আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, বিদ্যালয়ে যাওয়া আসার পথে তার গতিবিধি পর্যবেক্ষণে রাখতে হবে৷ অভিবাবকদের তাঁর সন্তানের প্রতি আরো যত্নবান ও দায়িত্বশীল হতে হবে যাতে সে বিপথগামী হতে না পারে৷

তিনি আরো বলেন শুধু ধর্ষণ নয় মাদক, দুর্নীতি যেখানেই হোক কুতুবদিয়ার যে কোন প্রান্ত থেকে ভুক্তভোগী সরাসরি আমার সাথে কিংবা স্ব স্ব এলাকার বিট পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন কোন মাধ্যম নিয়ে আমার কাছে আসার প্রয়োজন নেই৷ সাধারণ মানুষের সাথে পুলিশের যে একটা দুরত্ব রয়েছে আমরা চাই দুরত্বের বাঁধা মানুষের মন থকে দুর হোক৷ ভুক্তভোগী যখনি আমাদের দ্বারস্থ হবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দ্রুত ব্যাবস্থা নিতে প্রস্তুত আছি৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়