[english_date] | [bangla_day]

কুতুবদিয়ায় মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

মহিউদ্দীন কুতুবী,কুতুবদিয়া:  কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতে ঐতিহ্যবাহী মাতবরপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ এ উপলক্ষে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সমুদ্র সৈকতে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু করা হয়৷

কুতুবদিয়া কলেজ ছাত্র লীগের সাঃ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষারের সার্বিক সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফরিদুল আলম মধু।

বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়ঘোপ ২নং ওয়ার্ডের এমইউপি মাহাবুব আলম মাতবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ. এম সাজ্জাদ, কক্সবাজার পৌর শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন পারভেজ ও ছাত্রনেতা মহিদুল হাসান হান্নান, মিজানুর রহমান সহ আরো অনেকে৷

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব আলম বলেন, খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক উন্নয়নে সহায়ক, প্রত্যেক ব্যক্তির জীবন গঠনে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখতে পারে৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই টুর্নামেন্ট দ্বীপে খেলাধুলার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে৷ তাই মাতবরপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়