[english_date] | [bangla_day]

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বোয়ালখালিতে বীট পুলিশিং সভা।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বোয়ালখালিতে বীট পুলিশিং সভা।

এম মনির চৌধুরী রানাঃ সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া খুন, ধর্ষণ, ইভটিজং, বাল্যবিয়ে ও মাদকসেবিদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। পারিবারিক ও সামাজিক বন্ধন দিন দিন কমে যাচ্ছে বলেই মানুষের নৈতিকতা হারিয়ে যাচ্ছে। তাই আমাদের ছেলেমেয়েদের নৈতিক চরিত্রের অধিকারি হিসেবে গড়ে তুলতে হবে,তাহলেই সহিংসতা রোধ করা সম্ভব হবে।

আজ শনিবার ১৭ অক্টোবর সকালে বোয়ালখালী থানার উদ্যেগে আয়োজিত বিট পুলিশিং সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মো. জাকির হোসেন খান বিপি এম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও পুলিশ ইনচার্জ ( তদন্ত) মো. আবুল কালামের উপস্থাপনায় বিশেষ অতিথি’ র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ- সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন, পুলিশের বিশেষ শাখা (ডি এস বি)’ র ইমরান ভুঁইয়া ও শাকপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মোনাফ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়