তথ্যমন্ত্রী করোনায় সংক্রমিত:চট্টগ্রাম উঃজেলা আওয়ামী লীগের দোয়া কামনা
মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি করোনায় সংক্রমিত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।
শুক্রবার দিবাগত রাতে তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, করোনায় সংক্রমিত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া-আশির্বাদ চেয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান উত্তর চট্রগ্রামের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন।