[english_date] | [bangla_day]

নগরীতে বিএসটিআই অভিযান: দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চিটাগাং মেইল : বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম ও ক্যাব চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর অভিযানে নগরীর বাকলিয়া বড় কবরস্থানস্থ মেসার্স জামান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্সবিহীন মশার কয়েল (ব্রান্ড:Action) উৎপাদন করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এবং একই এলাকার মেসার্স আল বারী ফুড প্রডাক্টস নামের প্রতিষ্ঠান মোড়কজাতকরণ সনদ ও ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিএসটিআই’র সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদ ।

অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান, পরিদর্শক (মেট) মো. জিল্লুর রহমান, ক্যাব চট্টগ্রাম প্রতিনিধি মো. জানে আলম অংশ নেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানান বিএসটিআই কর্মকর্তারা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়