প্রশাসনের সাথে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা
আনোয়ারা প্রতিনিধি :আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের মতাবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২অক্টোবর) বিকাল ৩টায় আনোয়ারা থানা মিলনায়তন রুমে ওসি দুলাল মাহমুদের সভাপতিত্বে,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন।
এ সময় বক্তব্য রাখেন কল্লোল সেন, সাগর মিত্র, অজিত কুমার নাথ, সজীব দেবনাথ, রামলাল দেবনাথ, ঝোটন মজুমদার, পীযুষ দত্ত, অনুপম দত্ত,আনন্দ মোহন দত্ত, কাজল মিত্র, টিটু আইচ, সুভাষ সিংহ, রনি সিংহ, রাজীব নাথ, রুপম দত্ত, বাবুল শীল,মাষ্টার রতন শীল, জহরলাল শীল,সত্যজি সিকদার, রতন কুমার প্রমুখ।