মহেশখালীতে আসন্ন দূর্গাপূজায় মন্দির কমিটির নিকট সরকারী খাদ্যশস্য বিতরণ।
মহেশখালীতে অাসন্ন দূর্গাপূজায় মন্দির কমিটির নিকট সরকারী খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।মহেশখালীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১১অক্টোবর বিকাল ৫টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপের জন্য সরকারী জিআর খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে নগদ টাকা,মাস্ক,হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, প্রকল্প বাস্তায়ান কর্মকর্তা রাশেদুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ অাহম্মদ,
সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ ফিরোজ খান,মহেশখালী পূজা উদযাপন পরিষদ সভাপতি মাষ্টার ব্রজগোপাল ঘোষ, মহেশখালী পূজা উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক প্রনব কুমার দে,মহেশখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মাষ্টার দীলিপ কুমার দাশ,যুগ্ন সম্পাদক তপন কান্তি দে,বিপিন কান্তি দে,প্রিয়তোষ দে,মাষ্টার সম্ভু চরন দে,সুজিত কুমার দে,সুব্রত দত্ত, বসন্ত কুমার দে,কমল কৃঞ্চ ঘোষ, সাবেক কাউন্সিলর,প্রীতি কুনা শর্মা,কাউন্সিলর সনজিত চক্রবর্তী,কাউন্সিল রতন কান্তি দে, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি/ সম্পাদক/ প্রতিনিধি যথাক্রমে সুজন শীল,পরিমল কান্তি দে,সুজন দে, রুপন দে,মানিক দে,উত্তম কুমার পাল,অাষিশ কুমার ভট্ট্যাচার্য,দিলীপ কুমার শীল, সাগর শর্মা,সন্তোষ শর্মা,ননী গোপাল ঘোষ,দুলাল দে,তেজেন্দ্র শীল,প্রকাশ শীল,ডোমেন শীল,যদু কুমার শীল,সুরেশ শীল,কাজল বিশ্বাস,শ্যামল দে,মিন্টু ঘোষ প্রনয়,কেতিশ শীল, অারাধন দে,তন্ময় সুশীল বিশ্ব,শংকর দে প্রমুখ।সংসদ সদস্য অাশেক উল্লাহ রফিক মহেশখালী সুন্দর ও শান্তি পূর্ন ভাবে পূজা উদযাপনে মাদক এবং অশ্লিলতা বর্জন করার অাহবান জানান।—–প্রেস বিজ্ঞপ্তি