বোয়ালখালী প্রতিনিধি : সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রীয় নিয়ম ও অনুশাসন নীতি মেনে দূর্গাপূজা উদযাপন করার জন্য সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিক রহমান।
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করে বোয়ালখালী থানা পুলিশ । উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার তারিক রহমান । ১১ অক্টোবর রোববার সকালে বোয়ালখালী থানার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, হাজী নাছের আলী, রেজাউল করিম বাবুল, চেয়ারম্যন এস.এম জসিম উদ্দীন, মোঃ মোকারম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, হামিদুল হক মান্নান, শফিউল আজম শেফু, এস.এম বোরহান সহ আরো অনেকে।