[english_date] | [bangla_day]

চান্দগাঁওয়ে গণধর্ষণ মামলার আসামিদের রিমান্ড মঞ্জুর

চিটাগাং মেইল : নগরের চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে প্রধান আসামি জাহাঙ্গীর আলমের (৩৮) পাঁচ দিন ও বাকি আসামিদের তিন দিন করে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।শনিবার (১০ অক্টোবর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিন রিমান্ডের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ইউসুফ (৩২), মো. রিপন (২৭), মো. সুজন (২৪), দেবু বড়ুয়া প্রকাশ জোবায়ের হোসেন (৩১) (নও মুসলিম), মো. শাহেদ (২৪), রিন্টু দত্ত প্রকাশ বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম প্রকাশ লেবুর মা (৫৫)।

এদের মধ্যে মনোয়ারা বেগম ধর্ষণে সহায়তাকারী বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া বলেন, আসামি জাহাঙ্গীর আলমের পাঁচ দিন ও বাকি সাত আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালত।এর আগে শুক্রবার (০৯ অক্টোবর) এক নারীকে গণধর্ষণের অভিযোগে এক নারী সহযোগীসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসছিলেন। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নেমে রিকশা নিয়ে তার বাসায় যাচ্ছিলেন।

পথে মৌলভীপুকুর পাড় এলাকায় জাহাঙ্গীরসহ আসামিরা ওই নারীকে রিকশা থেকে নামিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই নারী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়