চিটাগাং মেইল : প্রতারণা মামলায় হাজিরা দিতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন জানান, নগরের ডবলমুরিং থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় হাজিরা দিতে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।
চট্টগ্রামের মেগা মোটরসের আমদানি করা যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই নগরের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
করোনা ভাইরাসের চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে মোহাম্মদ সাহেদ গ্রেফতার হওয়ার পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। আদালত রোববার এই বিষয়ে শুনানির দিন ঠিক করেছে।