[english_date] | [bangla_day]

আনোয়ারায় ধর্ষণ মামলার আসামি নয়ন র‌্যাবের হাতে গ্রেফতার

আনোয়ারায় ধর্ষণ মামলার আসামি নয়ন র‌্যাবের হাতে গ্রেফতার

দক্ষিণ চট্রগ্রাম প্রতিনিধিঃ-

বিয়ের প্রলোভন দেখিয়ে আনোয়ারায় দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযুক্ত ধর্ষক আশিকুর রহমান নয়নকে (১৮) গ্রেফতার করেছে।

উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে সোমবার (৫ অক্টোবর) বেলা ২টার সময় তাকে আটক করা হয়। পরে তাকে একইদিন রাত ১০টায় আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে র‍্যাব-৭ এর এএসপি তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিয়ের প্রলোভনে একটি মেয়ে নিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর মেয়েটিক ধর্ষনের অভিযোগ পেয়ে র‍্যাবের একটি দল তদন্তে নামে। পরে র‍্যাব গহিরা থেকে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আনোয়ারা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানাযায়, আটক আশিকুর রহমান নয়নের সাথে ধর্ষিতা ছাত্রীর সঙ্গে গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত দু’মাস আগে বিয়ের প্রলোভনে ফেলে ওই ছাত্রীকে অন্যত্র নিয়ে আটকে রাখে। ঐ ঘরে নয়ন ছাত্রীকে ধর্ষন করত। পরে মেয়েটি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।

এরপর ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় ৯ (১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়