[english_date] | [bangla_day]

খাগড়াছড়িতে হাতির মাথা সিড়িতে পর্যটকদের টাকা ছিনতাই

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পর্যটকের নিকট হতে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১অক্টোবর) বেলা ২টার দিকে জেলার পর্যটন স্পট হাতির মাথা সিড়ি নামক এলাকা থেকে ফেরার পথে প্রায় ২৫জন পর্যটককে আটকে রেখে নগদ প্রায় ৩০হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা।

৯৯৯ এ কল দিয়েও কোন সহায়তা না পাওয়ার অভিযোগ পর্যটকদের।

জানা যায়, ঢাকাসহ রামগড় ও মাটিরাঙ্গা থেকে আগত ছিনতাইয়ের কবলে পড়া পর্যটকরা জানান, ২৫জনের মতো পর্যটক হাতির মাথা সিড়ি পর্যটন এলাকায় যায়। ফেরার পথে স্থানীয় ৩জন যুবক ছুরি হাতে তাদের পথরোধ করে প্রথমে মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। অনেক অনুরোধের পর মোবাইল ফোন ফেরত দেয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ জানান, ছিনতাইয়ের কবলে পড়া পর্যটকদের কয়েকজন থানায় এসে মৌখিকভাবে জানিয়েছেন । কেউ লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়