[english_date] | [bangla_day]

পটিয়া বাইপাস সড়কে অভিযান চালিয়ে ইয়াবা সহ আটক প্রেমিক – প্রেমিকা।

পটিয়া বাইপাস সড়কে অভিযান চালিয়ে ইয়াবা সহ আটক প্রেমিক – প্রেমিকা।

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া বাইপাস সড়কে রাত ১১ টার সময় ১৮ হাজার ৫শ ৪০ পিস ইয়াবাসহ প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দীন।

সূত্রে জানা যায়, কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। ফেরার পথে কৌশলে বালিশ ও তোষকের ভেতরে করে ইয়াবা নিয়ে আসছিল।

গত শুক্রবার রাত ১১টার দিকে পটিয়া থানার নতুন বাইপাস সড়কে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে বালিশ ও তোষক থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক যুগলদ্বয় হলো- চাঁদপুর জেলার চাঁদপুর থানার নিজ গাছতলা গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে সুমা আকতার (২০) ও বরিশাল, বরগুনা জেলার বেতাগী থানার মদ্দন গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২২)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি (মিডিয়া) মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমা ও সজীবকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা তোষক, বালিশ ও ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচারের করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়