শেখ হাসিনা’র জন্মদিনে সকল মসজিদে দোয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও আগামীকাল ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে প্রত্যেক বিভাগ, জেলা ও উপজেলার কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আজ রোববার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হয়।