রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বুধবার২৬ আগস্ট বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পলাশী মুৎসুদ্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলুফার আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতা আঙ্কুরা বেগম, মেনকা তালুকদার, জেসমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, নূরজাহান বেগম, হোসনে আরা বেগম, লুৎফর নাহার, স্মৃতি চাকমা, আয়েশা আক্তার, মিনুয়ারা বেগম, জমিলা বেগম, ফিরোজা বেগম, মদিনা বেগম, হালিমা বেগম, বেতাগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, কৃষ্ণা চক্রবর্তী, আক্তারি বেগম, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শতাধিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।