চিটাগাং মেইল : করোন ভাইরাসের কারণে দীর্ঘ ৫মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। ২২ আগষ্ট শনিবার থেকে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়।
ফয়েস লেকস্থ পার্ক কনকর্ডের উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বলেন, খোলার প্রথমদিন দর্শনাথী কম ছিল। হয়তো বৃষ্টির কারণে মানুষ বের হতে পারেনি। ধীরে ধীরে দর্শনার্থী বাড়বে।
শুধু যে ফয়’স লেকে দর্শনার্থী কম তা নয়, কাজীর দেউড়ি শিশুপার্ক, বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স, সি-বিচেও জনসমগম কম ছিল।
সংশ্লিষ্টরা জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ অনেকদিন ধরে ঘরবন্দী। জনসমাগম এড়াতে তাই প্রথমদিন বিনোদনকেন্দ্র খুললেও মানুষের উপস্থিতি কম। আরও কয়েকদিন পর মানুষের জনসমাগম বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ১৯ আগস্ট চট্টগ্রাম জেলা করোনাভাইরাস বিষয়ক সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২২ আগস্ট) থেকে চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়। তবে এ জন্য ১৫টি নির্দেশনা দেয় প্রশাসন। এর মধ্যে প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।