চিটাগাং মেইল: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
এক বিবৃতিতে এম রেজাউল করিম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক পদে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধামন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। শুভ কামনা, প্রাণপ্রিয় খোরশেদ আলম সুজন। অভিজ্ঞতা, দেশপ্রেম আর সততায় আপনার যাত্রা পথে সর্বাত্মক সহযোগিতায় থাকব সবসময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।