চিটাগাং মেইল: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ সংবাদ ব্রিফিংয়ে এই বিষয়টি জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
খোরশেদ আলম সুজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি৷ তৃণমূল থেকে আজকের দিন অব্দি আওয়ামী পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে কাজ করে যাওয়া খোরশেদ আলম সুজনকে সরকার অবশেষে মূল্যায়ন করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ কারণ ইতিপূর্বে একাধিকবার জাতীয় সংসদে মনোনয়ন প্রত্যাশি ছিলেন সুজন৷ সবসময় দলের স্বিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছেন সুজন৷
রাগ অভিমানে একদিনের জন্যেও রাজপথ ছেড়ে যাননি তিনি৷ বরং জনগনের নানান সমস্যা নিয়ে বেশ জোরালো ভূমিকা রেখে বরাবরই আলোচনায় ছিলেন এই নেতা৷ এবার দেখার বিষয় সাময়িক দ্বায়িত্বকে কাজে লাগিয়ে নগরবাসির সেবায় কি ভূমিকা রাখেন সুজন৷