[english_date] | [bangla_day]

আনোয়ারায় যুবকের গলিত লাশ উদ্ধার!

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতকড়া পরা ভাসন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর শঙ্খনদের বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বরুমচড়া এলাকার শঙ্খনদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ওই লাশের শরীরে ছেঁড়া একটি শার্ট পরা ছিল। তাছাড়া ডান হাতে হাতকড়ার একটি অংশ পরা আছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে ১০-১২ দিন আগে মৃত্যু হয়েছে এই যুবকের।নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে হচ্ছে।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়