সীতাকুণ্ড প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারীদের সফল কর্মকান্ডের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও নারী কিশোরীদের
১১ জুলাই শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয় হল রুমে অনুষ্ঠান পরিচালিত হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এসময় আলোচনা সভা ও সফল কর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বিশ্ব জনসংখ্য দিবস উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদানকালে সভাপতিত্ব করেন সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনির আহাম্মেদ।এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আহমেদ উপজেলাধীন বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যেসব কর্মীরা সন্মানে পেয়েছেন তারা হলেন,‘ শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. হারুনুর রশিদ, শ্রেষ্ট পরিবার কল্যান সহকারী হেমারানী প্রভা,শ্রেষ্ট পরিবার কল্যান পরিদর্শিকা মানবিক উন্নয়ন সংগঠন আলো সংগঠনের পরিচালক রত্না রানী নাথ,শ্রেষ্ট উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল আহাদ কে পুরস্কৃত করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র, শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা মেরী স্টোপ ও সুর্যহাসী ক্লিনিককে প্রদা করা হয় ক্রেস্ট।
উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।