বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সকল এন জি ও এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোন গ্রাহককে ঋণের কিস্তি আদায়ের জন্য চাপ দেওয়া যাবেনা। সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্য কিস্তি বকেয়া দেখানো যাবেনা। সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি দিতে না পারলেও গ্রাহককে খেলাপী হিসেবে তালিকাভুক্ত করা যাবেনা বলে জানানো হয়েছে।
তবে, কোন সামর্থ্যবান গ্রাহক যদি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ঋণের কিস্তি পরিশোধন করতে চায় তা আদায় করা যাবে।
কিন্তু সামর্থ্যবান গ্রাহকের কিস্তি পরিশোধের বিষয়টি অন্যান্য গ্রাহকদের কাছে উদাহরণ হিসেবে উপস্থাপন করে অসামর্থ্য গ্রাহকদের কাছ থেকেও এই ভয়াবহ দুর্দিনে কিস্তি আদায়ের হীন চেস্টা করা যাবেনা।
বিষয় টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এ বিষয়ে আমরা মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের ফেইসবুক পেইজে জানানো হয়, মানুষ চলমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে খুব কস্টে আছে তাই মানুষ কে কিছুটা স্বস্তি দিতে সরকারের এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করা জরুরী।
কোথাও কোন সংস্থা অহেতুক কিস্তির জন্য চাপ প্রয়োগ করলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নাম্বার ০৩৬১৬২৫৮৩,০১৩০৯ ৭৪৪৯২৩ নাম্বারে কল করে বিস্তারিত ঠিকানা সহ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।