চিটাগাং মেইল: পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে লকডাউনে থাকা সিরাজের বিল্ডিংয়ে বসবাসরত নিন্ম ও নিন্ম মধ্যবিত্ত প্রায় ১৫ টি পরিবারের মাঝে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির পক্ষ থেকে ১৮ জুন সকাল ১১ টায় খাদ্য সামগ্রী বিতরণ করেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সহ-সভাপতি হাজী নুরুল আবছার। খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে চাল,ডাল,তেল,আলু,পিয়াজ ও ময়দা।
সহায়তা বিতরণকালে হাজী নুরুল আবছার জানান, সাবেক কাউন্সিলর ও ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক ও সমাজ সেবক বঙ্গবন্ধু স্মৃতি তৃনমূল সমাজ সেবা পরিষদের আহ্বায়ক ডাঃ জামাল উদ্দিন কাজলের সার্বিক সহযোগীতা পেয়েছি।
তিনি আরও জানান,করোনায় অসহায় মানুষের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন। একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসাবে নেত্রীর আদেশ পালনের চেষ্টা করছি। লকডাউনের শুরু থেকেই এলাকার কর্মহীন অসহায় দুস্থদের বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছিল যা আগামীতেও অব্যাহত ধাকবে।
এসময় উপস্থিত ছিলেন পতেঙ্গা ফ্রেন্ডস সার্কেল সংগঠনের নেতৃবৃন্দ।