লামা প্রতিনিধিঃ লামায় আরো এক জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে । এই নিয়ে মোট করোনা রোগী সংখ্যা ১৩ জন। তার মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
লামা উপজেলায় করোনায় আক্রান্ত যুবকের নাম মোঃ আলা উদ্দিন (৩২) । তিনি লামা পৌরসভার ৩নং ওয়ার্ড, হাসপাতাল পাড়ার বাসিন্দা মোঃ কামাল পাশার ছেলে। তিনি সাতকানিয়া উপজেলায় আশা এনজিও সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা যায়।
গত ১১ জুন ইং তারিখ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে লামায় নিজ বাড়ীতে চলে আসেন তিনি।
১৫ জুন চট্টগ্রাম বিআইটিআইডি থেকে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হচ্ছে। সে শারিরিকভাবে কিছুটা অসুস্থ রয়েছে বলে জানা গেছে।