চিটাগাং মেইল: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪ জনে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ২০৮ জন, হাটহাজারীর ১৪ জন, সীতাকুণ্ডের ১০ জন, আনোয়ারার ১০ জন, বোয়ালখালীর ১০ জন, রাউজানের সাতজন, চন্দনাইশের চারজন, পটিয়ার তিনজন, লোহাগাড়ার দুইজন ও মিরসরাইয়ের একজন রয়েছেন।
জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭১ জন ও মারা গেছেন ১১৭ জন।