[english_date] | [bangla_day]

লামায় এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যার চেষ্টা

বান্দরবান( লামা) প্রতিনিধিঃবান্দরবান লামায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শুশান্তি ত্রিপুরা (১৮) নামের এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।

রােববার (৩১ মে) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ওয়াক্রাউ পাড়ায় এ ঘটনা ঘটে। শুশান্তি ত্রিপুরা ওয়াক্রাউ পাড়ার বাসিন্দা পংকি চন্দ্র ত্রিপুরার মেয়ে।

জানা যায়, উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন শুশান্তি ত্রিপুরা। রােববার ঘােষিত ফলাফলে শুশান্তি ফেল করেন। পরে অভিমানে বিষপান করলে স্বজনেরা তাকে উদ্ধার করে কাছাকাছি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রীষ্টান মােমােরিয়াল হাসপাতালে ভর্তি করেন।

পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যার চেষ্টার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আপ্রুচিং মার্মা বলেন, শুশান্তি ত্রিপুরা এর আগের শিক্ষা বর্ষেও এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ফেল করে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়