চন্দনাইশ প্রতিনিধি: দক্ষিন চট্টগ্রামের বানিজ্যিক উপশহর খ্যাত দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। তার পিতা ইবনে আমীনের ৩ কন্যার মধ্যে সবার বড় ছিলেন মাবিয়া খাতুন। আজ ২৯ এপ্রিল তার ১৬-তম মৃত্যুবার্ষিকী। বিগত ২০০৪ সালের আজকের এই দিনে তিনি চট্টগ্রাম শহরের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তাকে চৈতন্ন গলি কবরস্থানে তার স্বামী মরহুম জলিলুর রহমান’র পাশে কবরস্থ করা হয়। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর সেজ পুত্র সাইফুর রহমান তার স্মরনে পবিত্র খতম তেলওয়াত, মিলাদ মাহফিল এবং এতিম, অসহায় ও এলাকাবাসীকে খাওয়ান। কিন্তু এই বছর করোনার মহা দূর্যোগের কারনে তেমন আয়োজন করতে না পারায় সকালে স্থানীয় চাগাচর খাঁন মসজিদে পবিত্র খতম তেলওয়াত, জুমার নামাজের পর সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত মিলাদ মাহফিল ও সন্ধ্যার পর কিছু এলাকাবাসীর ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে তার মায়ের ১৬-তম মৃত্যুবার্ষিকী পালন করেন।
জনাব সাইফুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, তার মায়ের মৃত্যুর পর থেকে দীর্ঘ ১৬ বছর যাবৎ তিনি তার সামর্থ অনুযায়ী মৃত্যুবার্ষিকী পালন করার চেষ্টা করেছেন এবং মৃত্যুর আগে পর্যন্ত করে যেতে চান। সর্বশেষে তিনি উনার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।