চিটাগাং মেইল : চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের কোয়ার্টারে এক কর্মচারী আত্মহত্যা করেছেন। ২৯ মে শুক্রবার সকাল ১০টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মানসিক চাপ থেকে ওই কর্মচারী ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
আত্মহত্যাকারীর নাম মো. সালাউদ্দিন (৩৭)। তিনি চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের চতুর্থ শ্রেণির ল্যাব সহকারির দায়িত্বে ছিলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী।
সূত্র জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্ত শেষে পুলিশের কাছ থেকে সালাউদ্দিনের লাশ বুঝে নিয়ে তার গ্রামের বাড়ী মিরসরাই নিয়ে যান স্বজনরা।
পুলিশ কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, দরজা ভেঙেই সালাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। তিনি ফ্যানের সাথে ঝুলেই আত্মহত্যা করেন। মূলত পারিবারিক কলহের জেরে মানসিক চাপ থেকে তিনি এ আত্মহত্যা করেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রিয়াজ উদ্দিন চৌধুরী।