জসিম উদ্দিন, লোহাগাড়াঃ
বুধবার(২৭ মে) বিকালে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের রিপোর্ট অনুসারে তাদের দেহে করোনা পজেটিভ আসে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন ।
আক্রান্তরা হলেন, লোহাগাড়া সদর ইউনয়নের দর্জি পাড়ার বাসিন্দা ও ব্যাংকের পিয়ন নেজাম উদ্দিন , আমিরাবাদ ইউনিয়নের মোহাম্মদ জাহেদ , অপরজন পুটিবিলা ইউনিয়নের মোহাম্মদ আবদুল্লাহ বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, এ নিয়ে লোহাগাড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৫০ জন,তৎমধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২জন মৃত্যুবরণ করেছে ২ জন।