[english_date] | [bangla_day]

বাংলাদেশ নৌ বাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট কর্তৃক ঈদ বস্ত্র ও উপহার বিতরণ

চিটাগাং মেইল: কুতুবদিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে কুতুবদিয়াস্থ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ নৌ বাহিনী কন্টিনজেন্ট, কুতুবদিয়া কর্তৃক হতদরিদ্র, দুঃস্থ ও এতিমদের মাঝে ২৬৫ পিস ঈদবস্ত্র এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় পরিবারের মধ্যে ১৫০ প্যাকেটে উপহার বিতরণ করা হয়।

শনিবার ২৩মে দুপুরে বিতরণের সময় কুতুবদিয়া উপজেলার নৌ বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম আফজালুল আলম, কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল হক মীর ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে নৌ বাহিনী কন্টিনজেন্ট কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কর্মহীন ৪০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং টেকনাফ, মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলার ৩০০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী ও ১০০০ হতদরিদ্র এতিম বাচ্চাদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়