[english_date] | [bangla_day]

সাতকানিয়ায় জেবুল হোসেন ফাউন্ডেশনের কর্মহীনদের মাঝে ত্রান বিতরণ

চিটাগাং মেইল: সাতকানিয়ায় মরহুম জেবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নলুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্প্রতি ৩য় বারের মত সাত’শ কর্মহীন অসহায় হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে সাতকানিয়ায় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভীর পক্ষে ত্রান সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন ৩নং নলুয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মো. লিয়াকত আলী।

ঈদ উপহার বিতরণকালে লিয়াকত আলী বলেন, সওয়াব ও বরকতের মাস পবিত্র রমজান মাস। এই মাসে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সিয়াম সাধনার মাধ্যমে মহান রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। তাছাড়া বর্তমানে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলো এখন ঘরবন্দি, অভাব অনটনে দিন কাটছে অনেক পরিবারের। আর্তমানবতার সেবাই পবিত্র মাহে রমজান ও জাতীয় দূর্যোগকালীন সময়ে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আহমদ মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নির্মল দাশ, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন,ফরিদুল আলম, মো.লোকমান, শহীদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মোস্তাক আহমদ, মাসুদ হেলালী, রিদোয়ান সাঈদ, টিটু তালুকদার,রাজু প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়