[english_date] | [bangla_day]

চট্টগ্রামে আরও ১৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

Info Chittagong

চিটাগাং মেইল: চট্টগ্রামে নতুন করে ১৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৭৯ জনে।

শুক্রবার (২২ মে) রাতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

এই দিন চট্টগ্রামের তিনটি ল্যাব বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মোট ৫৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে ২৪৭টি, চমেকে ২০৯টি এবং সিভাসুতে ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যথাক্রমে ৩৭, ১০০ ও ২৪ জনসহ মোট ১৬১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এদের মধ্যে ১২৯ জন নগরের এবং ৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫০ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪৬ জন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়