তুমি আমার ঐতিহ্য
কাব্যের মৃগতৃষা
সান্ধ্য ঐশ্বর্যের প্রহসন,
আমার বর্তমান, ভবিষ্যতে ছুটে চলা।
তুমি আমার খরস্রোতা নদী
আমার খোঁপা থেকে খসে পড়া রাত্রির রেশম পালক,
আর আমি তোমার সকালের শিশিরকণা ।
কত নিঃশ্বাসে বিশ্বাসে
ঠোঁটের স্পষ্ট রেখায়…
চোখের কেন্দ্রীয় অন্ধকারে অমর প্রতিষ্ঠা তোমার।
বড় বেশি স্পর্শকাতর কাঁচপাত্র
মানব হৃদয়…
একবারই ভাঙ্গে বটে,
অতঃপর…ক্ষরণ শেষ মূহুর্ত অবধি।