সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া-লোহাগাড়া’য় প্রথম ধাপে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও এমপি নদভী’র ত্রাণ তহবিল থেকে ২২হাজার পরিবারের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করেন। আজ ২য় ধাপে সাতকানিয়া-লোহাগাড়া’য় প্রবাসী পরিবার, সিএনজি চালক সমিতি, হতদরিদ্র ও পরিবহণ শ্রমিক জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও এমপি নদভী’র ত্রাণ তহবিল থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক গোলাম ফারুক ডলার,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার উদ্দিন,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা গনি সম্রাট,সাতকানিয়া উপজেলা আওয়ামী নেতা আবু ছালেক ও যুবলীগ নেতা সাইফুল হাকিম প্রমুখ।
এমপি নদভী বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহযোগিতা যতোদিন সংকট থাকবে ততোদিন অব্যাহত থাকবে বলে জানান তিনি।