চিটাগাং মেইল: লামায় নতুন করে আরো ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মমতাজ বেগমের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া হিসেবে কর্মরত ছিলেন।
এ নিয়ে লামায় মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গত ১৬ই মে নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রোববার ১৭ই মে তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শরীরে ও করোনার কোন ও উপসর্গ নেই বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক জানান তাকে আইসোলেশনে রাখা হয়েছে।