চিটাগাং মেইল: দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইফতারের সময় ফ্রিজের পানি না দেওয়ায় গৃহবধূকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের আলমদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম শেলি আকতার (২৫)। তিনি উপজেলার মনসা গ্রামের আহমদ নবীর মেয়ে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ার কারণে স্বামী কামাল উদ্দিন হঠাৎ করে নিজ স্ত্রী শেলী আকতারের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এসময় শেলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহিলা ইউপি সদস্যা শাহিনা আকতার ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ১২ বছর পূর্বে তাদের বিয়ে হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’