[english_date] | [bangla_day]

করোনা ভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের আরডিসি

চিটাগাং মেইল: চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজমুন নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এই প্রথম চট্টগ্রাম জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের কর্মকর্তা নাজমুন নাহার বর্তমানে বাসায় সেলফ আইসোলেশনে আছেন বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, শুক্রবার নাজমুন নাহারের নমুনা পরীক্ষার জন্য চমেকের ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।

তিনি বলেন, নাজমুন নাহারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সেলফ আইসোলেশনে আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরণের সহায়তা দেওয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়