[english_date] | [bangla_day]

চট্টগ্রাম আদালতে’র এক আইনজীবী করোনা পজিটিভ

চট্টগ্রাম আদালত  প্রতিনিধিঃ 
মহামারী করোনা এইবার হানা দিয়েছে দেশের ২য় বৃহত্তম আদালত অঙ্গন চট্টগ্রাম কোর্ট হীলে। চট্টগ্রাম আদালত অঙ্গনের সকলের পরিচিত সদা হাস্যোজ্জল এডভোকেট সেলিম উদ্দিন শাহীন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে বলে বিশ্বস্থ সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে। গত ১২মে’২০ হতে চট্টগ্রাম আদালতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু হলে অধিকাংশ আইনজীবীরা তাদের মক্কেলকে সেবা প্রদানের জন্য আদালত অঙ্গনে আসেন। কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে জানা যায়, নামে মাত্র চালু হয়েছে ভার্চুয়াল আদালত। প্রতিদিন আইনজীবী’দের  আদালত অঙ্গনে হাজির হতে হচ্ছে। ভার্চুয়াল আদালত শুধুমাত্র মামলা শুনানীর ক্ষেত্রে, বাকী সব কাজ ম্যানুয়্যালী করতে হচ্ছে। এতে আদালতের সকল কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী, ক্লার্ক ও তাদের পরিবার ভয়ের মধ্যে আছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়